Advertisement

    Friday, May 31, 2019

    It is high time বা It is time দুইভাবে ব্যবহার করা যায়। অবশ্যই It is এর বদলে আমরা informal ক্ষেত্রে It's বলতে পারি।



    • It's (high) time + Past subjunctive 
    • It's (high) time + to/for + ...
    প্রথমটির সাথেই আমরা বেশি পরিচিত। সহজে বোঝার জন্যে এখানে অবশ্য আমরা Past subjunctive না বলে Past indefinite tense বলি। তবে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। অবাস্তব বা অসম্ভব ঘটনার ক্ষেত্রে আমরা Past subjunctive ব্যবহার করি। Past indefinite এর সাথে পার্থক্য সাধারণত শুধু be verb ব্যবহারের সময়। Past subjunctive এর ক্ষেত্রে be এর form হবে were। ব্যবহার করা হয় subordinate clause এর সাথে। 

    It's high time এ যাবার আগে Past subjunctive এর কিছু উদাহরণ দেখা যাক। 
    • If I were you, I would apply right now. (তোমার জায়গায় আমি হলে এক্ষুণি আবেদন করতাম); বোঝাই যাচ্ছে, এটা অবাস্তব কথা। আমি তো আর 'তুমি' না। 
    • What would you do if you won the lottery? (লটারি জিতলে তুমি কী করতে?); কথা দ্বারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, খুব সম্ভব লটারি জেতা হবে না। 
    এখানে If I were you এবং if you won the lottery হলো subordinate clause। 

    এবার দেখা যাক, It's high time কখন কীভাবে ব্যবহার করব। 

    IT'S (HIGH) TIME + Past subjunctive

    কিছু একটা করা দরকার, কিন্তু কিছুটা দেরি হয়ে গেছে এমন ঘটনার ক্ষেত্রে। 
    • It's time you went to bed. You'll have to get up early tomorrow.
    • It's high time I bought a new pair of jeans.
    • It's time the government amended the constitution. 
    IT'S (HIGH) Time + to/for + ...

    কিছু করার সময় এসে গেছে, কিন্তু এখনও দেরি হয়ে যায়নি এমন ক্ষেত্রে এটা ব্যবহার করব। 
    It's time (for you) to go to bed.
    It's time to say goodbye.
    It's time for breakfast.

    সূত্র
    ১। Grammaring
    ২। Grammaring 
    Category: articles

    Friday, November 23, 2018

    শাব্দিক অর্থে each মানেও প্রত্যেক। আবার every মানেও প্রত্যেক, আবার দুটোই কিন্তু একবচনের (singular) জন্যে ব্যবহৃত হয়। তাহলে কোনটা কখন ব্যবহার করব?



    উপরের ছবিটা খেয়াল করেছেন? দুটোই এক রকম মনে হলেও একটু পার্থক্য আছে। বাম পাশে সবাই আলাদা। আর ডান পাশে সবাই মিলে একটা গ্রুপ।

    আসলে দুটো শব্দেরই অর্থ 'প্রত্যেক' হলেও দুটোতে সূক্ষ্ম একটি পার্থক্য আছে। each এর ক্ষেত্রে সবাইকে আলাদাভাবে বিবেচনা করা হয়। আর every এর ক্ষেত্রে বিবেচনা করা হয় গ্রুপ আকারে। উদাহরণ দেখা যাক:

    সঠিক বাক্য: Every boy in the class passed the examination. (ক্লাসের প্রত্যেকটি ছেলে পরীক্ষায় পাশ করেছিল।)
    সঠিক বাক্য: Each boy was given a book. (প্রত্যেকটি ছেলেকে একটি করে বই দেওয়া হয়েছিল।)

    সঠিক বাক্য: Every artist is sensitive. (প্রত্যেক শিল্পীই সংবেদনশীল।)
    সঠিক বাক্য: Each artist sees things differently. (প্রেত্যেক শিল্পী ভিন্নভাবে চিন্তা করেন।)


    দুটি বস্তুর ক্ষেত্রে পার্থক্য
    মাত্র দুটি বস্তু নিয়ে কথা বলা হলে each ব্যবহার করা হবে।

    সঠিক: Shamima wore anklets on each ankle.
    (শামীমা দুই পায়েই নূপুর পরেছিল।)
    ভুল: Shamima wore anklets on every ankle.

    একের বেশি বস্তুর ক্ষেত্রে
    এক্ষেত্রে each বা every যে-কোনোটা ব্যবহার করা যাবে।

    সঠিক: The student has passed each course in this semester.
    (ছাত্রটি এই সেমিস্টারের প্রতিটি কোর্সে পাশ করেছে।)
     সঠিক: The student has passed every course in this semester.
    (ছাত্রটি এই সেমিস্টারের প্রতিটি কোর্সে পাশ করেছে।)


    Each and Every
    অনেক সময় কথায় জোর দেওয়ার জন্যে দুটোকে একই সাথেও ব্যবহার করা হয়। 

    সঠিক: The student has passed each and every course in this semester.

    তবে এটা সাধারণত আনুষ্ঠানিক (formal) লেখায় ব্যবহার করা হয় না। 

    সূত্র
    ১। Grammarly
    Category: articles

    Wednesday, January 28, 2015

    আগের পাঠঃ Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (L-O)
    টেবিলঃ Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (P-R)
    P

    Present
    Past
    Past Participle
    অর্থ
    partake
    partook
    partaken
    অংশ নেওয়া
    pay
    paid
    paid
    দাম দেওয়া
    plead
    pleaded / pled
    pleaded / pled
    অজুহাত দেওয়া
    prebuild
    prebuilt
    prebuilt
    আগেই তৈরি করা
    prepay
    prepaid
    prepaid

    presell
    presold
    presold

    preset
    preset
    preset

    preshrink
    preshrank
    preshrunk
    আগেভাগে কমিয়ে রাখা যাতে পরে আর ছোট করা না লাগে
    proofread
    proofread
    proofread
    মুদ্রণ সংশোধন করা
    prove
    proved
    proven / proved
    প্রমাণ করা
    put
    put
    put
    রাখা
    Q

    quick-freeze
    quick-froze
    quick-frozen
    দ্রুত জমে যাওয়া
    quit
    quit / quitted [?]
    quit / quitted [?]
    ত্যাগ করা
    R

    read
    read (sounds like "red")
    read (sounds like "red")
    পাঠ করা
    reawake
    reawoke
    reawaken
    আবারও জেগে উঠা
    rebid
    rebid
    rebid
    মূল শব্দের সাথে ‘পুনরায়’ যোগ হবে
    rebind
    rebound
    rebound
    rebroadcast
    rebroadcast / rebroadcasted
    rebroadcast /rebroadcasted
    rebuild
    rebuilt
    rebuilt
    recast
    recast
    recast
    recut
    recut
    recut
    redeal
    redealt
    redealt
    redo
    redid
    redone

    redraw
    redrew
    redrawn

    refit (replace parts)
    refit / refitted [?]
    refit / refitted [?]

    refit (retailor)
    refitted / refit [?]
    refitted / refit [?]

    regrind
    reground
    reground

    regrow
    regrew
    regrown

    rehang
    rehung
    rehung

    rehear
    reheard
    reheard

    reknit
    reknitted / reknit
    reknitted / reknit

    relay (for example tiles)
    relaid
    relaid

    relay (pass along) REGULAR
    relayed
    relayed

    relearn
    relearned / relearnt [?]
    relearned / relearnt [?]

    relight
    relit / relighted
    relit / relighted

    remake
    remade
    remade

    repay
    repaid
    repaid

    reread
    reread
    reread

    rerun
    reran
    rerun

    resell
    resold
    resold

    resend
    resent
    resent

    reset
    reset
    reset

    resew
    resewed
    resewn / resewed

    retake
    retook
    retaken

    reteach
    retaught
    retaught

    retear
    retore
    retorn

    retell
    retold
    retold

    rethink
    rethought
    rethought

    retread
    retread
    retread

    retrofit
    retrofitted / retrofit [?]
    retrofitted / retrofit [?]

    rewake
    rewoke / rewaked
    rewaken / rewaked

    rewear
    rewore
    reworn

    reweave
    rewove / reweaved
    rewoven / reweaved

    rewed
    rewed / rewedded
    rewed / rewedded

    rewet
    rewet / rewetted [?]
    rewet / rewetted [?]

    rewin
    rewon
    rewon

    rewind
    rewound
    rewound

    rewrite
    rewrote
    rewritten

    rid
    rid
    rid
    মুক্ত করা
    ride
    rode
    ridden
    চড়া
    ring
    rang
    rung
    বাজা/বাজানো
    rise
    rose
    risen
    উঠা
    roughcast
    roughcast
    roughcast
    দেয়ালে চুন সুরকির প্রলেপ দেওয়া
    run
    ran
    run
    দৌড়ানো





    পরের পাঠঃ Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (S-Z)
    Category: articles
    ইংরেজি Verb গুলো রূপান্তরের দিক দিয়ে দুই প্রকার।
    ১. Regular Verbs বা Strong Verb
    ২. Irregular বা Weak Verbs
    Tense ভালোভাবে শেখা ও Voice, Narration সহ ইংরেজির গুরুত্বপূর্ণ সব জায়গায় Verb এর সঠিক ফর্ম বসাতে হয়।
    এখন, Regular Verbগুলোর রূপান্তর খুবই সহজ। বেসিক ফর্মের (Present Form) সাথে -ed যুক্ত করলেই Past ও Past Participle হয়ে যায়।
    যেমন,
    Regular Verbs (Present)
    বাংলা অর্থ
    Past Form
    Past Participle
    Accept
    মেনে নেওয়া
    Accepted
    Accepted
    Carry
    বহন করা
    Carried
    Carried
    Blush
    লালাভ হওয়া
    Blushed
    Blushed

    এগুলো তো সহজ।
    তবে, Irregular Verbগুলো একটি ব্যতিক্রম। অবশ্য, এগুলোর সংখ্যা বেশি নয়। অল্প যা কিছু আছে, সেগুলো শিখে ফেললেই কেল্লা ফতে।
    ইংরেজি Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (A-E)
    ইংরেজি Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (F-J)

     
    Category: articles
    তুমি যদি Tense এর গঠনAuxiliary Verb এর সঠিক ব্যবহার ভালোভাবে জেনে থাকো, তাহলে ইংরেজিতে অনেক কথা বলা এবং লেখা যাবে। চলো, এখনই ইংরেজি বলতে শুরু করি।
    এখানে আমরা আপাতত বিবৃতিমূলক বাক্য (Assertive Sentence) নিয়ে আলোচনা করবো। এটা শিখে ফিললেই Negative ও Interrogative (প্রশ্নবোধক) বাক্যও প্রায় শেখা হয়ে যাবে।
    তো শুরু হোক।
    ইংরেজি বাক্যের গঠনঃ
    Subject + Auxiliary Verb (যদি থাকে) + Main Verb এর উপযুক্ত Form + Object + বাড়তি অংশ
    Tense এর গঠনAuxiliary Verb এর সঠিক ব্যবহার  যদি তোমার মুখস্ত না থাকে, তাহলে আপাতত এই পোস্টে প্র্যাকটিস করার সময় দেখে দেখে করো।
    যে কোন Tense এর Sentence গঠনের জন্য তোমাকে যা যা করা উচিত।
    ১. একটি Subject বাছাই। অর্থ্যাৎ কাজটি কে করবে। যেমন, I, He, They, Quddus ইত্যাদি।
    ২. Tense নির্ধারণ। তুমি কোন টেনস এর বাক্য তৈরি করতে চাও।
    ৩. ঐ Tense এ কোন Auxiliary বসে তা দেখা। একাধিক থাকলে তোমার বাছাই করা Subject এ কোনটি বসবে।
    ৪. একটি Verb বাছাই করো।  ঐ টেন্সের ক্ষেত্রে Verb টির Form বসাও।
    আপাতত এটুকু করো। বাকিটুকু আস্তে আস্তে বুঝতে থাকবে।
    এবার ৪টি ধাপ যোগ করে দাও।
    উদাহরণঃ
    ১. আমরা Subject নিলাম They।
    ২. Tense নিলাম Present Perfect
    ৩. Present Perfect এর Auxiliary Verb হল Have এবং Has। They এর সাথে বসে Have।
    ৪. Verb নিলাম Play। এই টেনস -এ মেইন ভার্বের ফর্ম হচ্ছে V3। Play এর V3 হল Played।
    এবার যোগ করে দিই।
    They + Have + Played = They have played. (তারা খেলেছে)
    এটাকে আমরা বড় করতে পারি, They have played football in the stadium.
    তারা স্টেডিয়ামে ফুটবল খেলেছে।
    অ্যাসাইনমেন্টঃ Go, Walk, Live, Watch, Catch দিয়ে ১২ টি Tense এর বাক্য গঠন করো।
    নোট-১ঃ Present ও Past Indefinite Tense এ Auxiliary Verb নেই। তাই Subject এর পরেই সরাসরি Main Verb বসবে।
    যেমন, We read books (আমরা বই পড়ি), We walked fast (আমরা দ্রুত হেঁটেছিলাম)।
    নোট-২ঃ Present Indefinite Tense এর ক্ষেত্রে Subject যদি 3rd Person এবং Singular হয় তবে Verb এর শেষে -s বা -es যুক্ত হবে। যেমন He goes, It rains। 
    নিচে আমি 'Write' Verbটি দিয়ে ১২টি টেন্স এর উদাহরণ দেখাচ্ছি। অ্যাসাইনমেন্ট করতে তোমার কাজে লাগবে।
    Verb = Write, Subject = He, Tense = All gg
    Tense
    বাংলা অর্থ
    He writes good articles.
    সে ভালো আর্টিকেল লেখে।
    He is writing a poem.
    সে একটি কবিতা লিখছে।
    He has written a poem
    সে একটি কবিতা লিখেছে।
    He has been writing a poem since morning.
    সে সকাল থেকে একটি কবিতা লিখে যাচ্ছে।
    He wrote a good poem.
    সে একটি ভালো কবিতা লিখল।
    He was writing a letter.
    সে একটি চিঠি লিখছিলো।
    He had written good posts blog.
    সে ব্লগে দারুণ পোস্ট লিখেছিল।
    He had been writing since youth.
    সে কৈশোরকাল থেকেই লিখছে।
    He will write for Magazines.
    সে ম্যাগাজিনে লিখবে।
    He will be writing till death.
    সে আমৃত্যু লিখতে থাকবে।
    He will have written by now.
    সে এতক্ষণে লিখে থাকবে।
    He will have been writing for 3 hours.
    সে ৩ ঘণ্টা ধরে লিখতে থাকবে।
    নোট-৩ঃ  তোমাকে ইংরেজিতে বিভিন্ন Verb এর রূপগুলো জানতে হবে। যেমন Run>Ran>Run। অধিকাংশ Verbই ed যোগে Past ও Past Participle হয়। কিছু আছে ব্যতিক্রম। এগুলো একটু কষ্ট করে শিখে নিতে হবে। না হলে তো বাক্য বানাতে গিয়ে আছাড় খেতে হবে। আছাড় খেলে লজ্জা না! 

    Category: articles
    আচ্ছা, আমি যদি বলি, I is good student। তোমারা বলবে, আহা! বেচারা কি ভালো ছাত্র! কথা শুনেই বোঝা যাচ্ছে। তোমরাও যাতে এ ধরণের ভুল করে না বসো, তাই এই পোস্ট।
    আমি এখানে Auxiliary Verb উল্লেখ করে ডান পাশে তা কোন কোন Subject এর সাথে বসবে তা বলছি-
    Auxiliary Verb
    কার সাথে বসবে
    উদাহরণ
    বাংলা অর্থ
    Am
    I
    I am a Journalist
    আমি একজন সাংবাদিক
    Is
    He, She, It, Rahim, Faysal, 3rd Person-Singular
    He is watching a documentary, It is very easy to learn English
    সে একটি ডকুমেন্টারি দেখছে। ইংরেজি শেখা বড়ই সহজ।
    Are
    We, You, They, Rahim and Karim, 3rd Person Plural
    We are human being, They are pretty good.
    আমরা মানুষ। তারা বেশ ভালো।
    Have
    I, You, We, They, 3rd Person-Plural (Zaber and Kabir)
    I have learnt english through practice. You have performed well.
    আমি অনুশীলণের মাধ্যমে ইংরেজি শিখেছি। তুমি ভালো করেছো।
    Has
    He, She, It, 3rd Person-Singular
    He has lost his cellphone. It has worsen.
    সে তার মুঠফোন হারিয়ে ফেলেছে। (ব্যাপারটা) আরো খারাপ হয়েছে
    Was
    I, He, She, It, Rahim, 3rd Person-Singular
    She was preparing for exam.
    সে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল।
    Were
    We, You, They, Ibrahim and Karim, 3rd Person Plural
    They were visiting Lalbag Fort. 
    তারা লালবাগ কেল্লা পরিদর্শন করছিল।
    নিশ্চয় খেয়াল করেছো, কিছু Auxiliary Verb তালিকায় নেই। আসলে, সেগুলো যেকোন Subject এর সাথেই বসে। 
    তবে মাথায় রাখতে হবে এবং সবচেয়ে বেশি জরুরী হচ্ছে বেশি বেশি অনুশীলণ যা আমরা পরের পোস্টে ব্যাপকভাবে দেখব, ইনশা'আল্লাহ।
    উপরের লিস্টটাকেই এখন আরেকভাবে শিখব যাতে সহজে মাথায় থাকে। চলো, এবার দেখে নেই, কোন Subject এর সাথে কোন Auxiliary Verb বসাতে হবে।
    Subject
    Auxiliary Verb
    উদাহরণ
    বাংলা অর্থ
    I
    am, have, was
    I have understood the point.
    আমি ব্যাপারটা বুঝেছি।
    We
    are, have, were
    We were ecstatic to win the match.
    ম্যাচটা জিততে পেরে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেলাম।
    He, She, It তথা Third Person Singular
    is, was, has
    She has worn hijab.
    সে হিজাব পরেছে।
    3rd Person Plural (They etc)
    are, have, were
    They are working in a multinational company.
    তারা একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করছে।

    ইংরেজি বাক্যের গঠন:
    উপরে যে বাক্যগুলো লিখলাম এগুলো কীভাবে হল তা এখন না বুঝলেও চলবে। পরের পোস্টে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। তবে আপাতত এটুকু জেনে রাখো, ইংরেজি বাক্য গঠনের জন্যে Verb এর উপস্থিতি অপরিহার্য (ব্যতিক্রম মাত্র কয়েকটি সংলাপ যেমন -What about you? বা তোমার খবর কী?)
    তো গঠন হলো: Subject + Aux. Verb + Main Verb + Object  + .......extension (বাড়তি অংশ)
    যেমন : I + was + playing
    আচ্ছা, তোমাকে একটা কাজ দেই। Tense এর গঠন আর Auxiliary Verb এর উপযুক্ত ব্যবহার দেখে দেখে ১২ টি Tense এর অন্তত ১২ টি বাক্য বানিয়ে ফেলো। আগামী পোস্টে এটাই আমরা আরো করবো। তুমি এক ধাপ এগিয়ে থাকো!
    Category: articles

    Monday, January 26, 2015

    অনেকে বলেন Tense হলো ইংরেজির অর্ধেক। আসলে ব্যাপারটি এমন নয়। কেউ আবার বলেন Tense শিখে ফেললেন তো ইংরেজি শিখে ফেললেন! -এটিও ঠিক নয়।
    তবে এটি মোটেই অত্যুক্তি নয় যে Tense ভালোভাবে (১০০%, ভাসাভাসা হলে চলবে না) আয়ত্ব করা ছাড়া ইংরেজি শেখা যাবে না। অনেক প্রতিষ্ঠান (সাইফুরস, এফএম মেথড ইত্যাদি) বলে ইংরেজি শেখার জন্যে Tense এর ঝামেলায় যাবার দরকার নেই। অথচ তারাও বিকল্প হিসেবে বাক্য গঠনের যে রূপরেখা প্রদান করেন তাও সেই Tense ভিত্তিক জিনিস যা মোটেই ঝামেলামুক্ত নয়।
    ইংরেজি শিখতে যাবার শুরুর দিকেই Tense একেবারে শক্তভাবে আয়ত্ব করতে হবে। তুমি নিশ্চয়ই পিরামিড দেখেছো।  পিরামিডের নিচের দিক প্রশস্ত আর উপরের দিকে ক্রমাগত সরু। উল্টোটা কি হতে পারত? মানে নিচের দিক সরু আর উপরের দিক মোটা? উত্তর হলো- না।

    একইভাবে ইংরেজি শেখা যদি একটি পিরামিড হয় তাহলে টেন্স হলো তার ভিত্তি। এটা যত শক্ত হবে ইংরেজির উপর দখল তত মজবুত হবে। [যদি পরবর্তী টপিকগুলো মনোযোগ দিয়ে পড়া হয়]
    যাক, এখন আমরা Tense বা ক্রিয়ার কাল সহজেই শিখে ফেলব, ইনশা’আল্লাহ।
    Tense প্রধানত তিন প্রকার। ১.Present (বর্তমান) ,২. Past (অতীত) ,৩. Future (ভবিষ্যৎ)। প্রত্যেকেই আবার চার প্রকার।
    1. Indefinite বা Simple, 2. Continuous, 3. Perfect, 4. Perfect Continuous
    তুমি ইতোমধ্যে বহুবার পড়েছো এভাবে Tense মোট বার প্রকার।
    সারণী: কোন Tense এ কোন Auxiliary Verb এবং Main Verb এর রূপ কেমন
    [বি:দ্র: Pr=Present, F=Future Ind=Indefinite, Cont.=Continuous, Perf=Perfect,
     এবং V1=Present Form, V2=Past Form, V3=Past Participle Form]
    Tense Auxiliary Verb Main Verb এর রূপ (Form)
    Pr Ind - V1
    Pr Cont. am/is/are V1+ing
    Pr Perf have/has V3
    Pr Perf. Cont. have been/has been V1+ing
    Past Ind - V2
    Past Cont. was/were V1+ing
    Past Perf had V3
    Past Perf. Cont. had been V1+ing
    F Ind will V1
    F Cont. will be V1+ing
    F Perf. will have V3
    F Perf. Cont. will have been V1+ing
    সারণীটা ভালোমতো মাথায় রাখতে হবে। এই তালিকা অনুযায়ী বিভিন্ন Subject এর সাথে Auxiliary Verb ও Main Verb এর সমন্বয় ঘটিয়ে প্রচুর বাক্য বানানোর প্র্যাকটিস করতে হবে। শুধু Tense জেনেই কীভাবে বাক্য বানাতে হবে তার সহজ নিয়ম আমরা একটু পরই দেখব।
    এখন এই সারণী সম্পর্কে কিছু কথা যা মাথায় রাখলে এটাকে মাথায় রাখা সহজ হয়ে যাবে।
    *Pr Ind ও Past Ind Tense এ Auxiliary Verb নেই
    * যেকোন Cont. Tense (Cont. এবং Perf. Cont. দুটোই) -এ মূল Verb এর Form হবে V1+ing
    * যেকোন  Perf. Tense (শুধুই Perf. Perf. Cont বাদে) -এ মূল Verb এর Form হবে V3
    *Pr Ind ও F Ind Tense -এ মূল Verb এর Form V1
    *Past Ind Tense এ Main Verb এর Form V2
    F এর ক্ষেত্রে আধুনিক নিয়মানুযায়ী শুধু will ব্যবহৃত হয়। Shall  এখন বিলুপ্ত।
    একই টেন্সে একাধিক Auxiliary Verb এর ক্ষেত্রে কখন কোনটি হবে তা আমরা দেখব পরের পোস্টে, ইনশা’আল্লাহ।
    Category: articles
    ইংরেজিতে দক্ষ হতে হলে যে মৌলিক বিষয়গুলোর উপর ভাল দখল থাকতে হবে তার মধ্যে Subject ও Object অন্যতম। এছাড়াও Number ও Person ও গুরুত্বপূর্ণ -বুঝতে ক্লিক করুন।এদেরকে চিনতে হবে, সনাক্ত করতে পারতে হবে এবং সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারতে হবে।
    Subject (কর্তা): প্রত্যেক Sentence -এই অন্তত একটি Main Verb (ক্রিয়া)  থাকে। Verb টির একটি অর্থও থাকে। এখন এই Verb টির যেই অর্থ অর্থ্যাৎ Verb টি দ্বারা যা বোঝায় সেই কাজটি যার দ্বারা সম্পন্ন হয় তাই Subject। একটু গুরুগম্ভীর হয়ে গেল নাকি?
    সংক্ষেপে, যার দ্বার কাজ সম্পন্ন হয় সেই Subject।
    যেমন : They have beaten an innocent boy. (তারা একটি নিরপরাধ ছেলেকে মেরেছে)
    এখানে Beat (মারা) হলো Verb। আর মারার কাজটি করেছে They (তারা)। তাই They (তারা) হলো Subject।
    চেনার সহজ উপায়: ‘কে’ দ্বারা প্রশ্ন করলে উত্তর দেয় Subject।
    যেমন, যদি বলা হতো , “কে মেরেছে?”, উত্তর হতো, “They (তারা)”। তাই They (তারা) হলো Subject।
    এছাড়াও যেমন I went there. (আমি সেখানে গেলাম)
    প্রশ্ন: কে গেল?; উত্তর: আমি। তাই “আমি-I” হলো Subject।

    Object (কর্ম): সহজ ভাষায় ‘কে’ এবং ‘কাকে’ এই দুটি প্রশ্নের উত্তর যে দিতে পারে সেই হলো Object।
    যেমন: They have beaten an innocent boy. (তারা একটি নিরপরাধ ছেলেকে মেরেছে)
    প্রশ্ন: কাকে মেরেছে; উত্তর:  an innocent boy। তাই an innocent boy (একটি নিরপরাধ ছেলে) হলো Object বা কর্ম।
    বুঝতেই পারছেন Object  দুই ধরণের হতে পারে।
    ১. ব্যক্তিবাচক: কাকে দ্বারা করা প্রশ্নের উত্তর। যেমন, উপরের বাক্যে an innocent boy-একটি নিরপরাধ ছেলে
    ২. বস্তুবাচক: কী দ্বারা করা প্রশ্নের উত্তর।
    যেমন  I will open a bank account-আমি একটি ব্যাঙ্ক হিসাব খুলব।
    প্রশ্ন: কী খুলব: উত্তর: একটি ব্যাঙ্ক হিসাব-a bank account। সেহেতু a bank account হলো Object।

    Note: Subject বা Object এর সাথে যদি কোন Article বা Adjective  থাকে তবে সেটিও Subject বা Object এর অংশ হিসেবে গণ্য হবে।
    যেমন , an innocent boy-এখানে a হলো Article আর innocent (নিরপরাধ) হলো Adjective (বিশেষ্য)। এখানে an innocent boy পুরো শব্দসমষ্টিই Object. Voice Change করার সময় এই বিষয়টি ভালো মত মাথায় রাখবে, কেমন?
    একটি পোস্টে Subjective, Objective, Possessive Form এর তুলনামূলক আলোচনা হবে, ইনশা’আল্লাহ।
    Category: articles
    সামনের দিকে বিভিন্ন জায়গায় Number ও Person এর সুস্পষ্ট ধারণা কাজে লাগবে, বিশেষ করে Sentence making (বাক্য-তৈরী) এর জন্যে। ইংরেজিতে ভালো Foundation এর জন্য এই দুটো সম্পর্কে পরিষ্কার ধারণা চাই।
    Number (বচন): আমি চিরাচরিত কোন সংজ্ঞা দিতে যাচ্ছি না। কারণ আমার উদ্দেশ্য এখানে কোন তত্ব পরিবেশন করে থিসিস করা নয়। বরং আমি আগ্রহী পাঠকদেরকে বিষয়গুলি হৃদয়ঙ্গম করাতে চাই।
    যাক, Number বা বচন দ্বারা বোঝায় Subject বা Object এর সংখ্যা। এটি দুই প্রকার।
    ১. ‍Singular বা একবচন: এটা দ্বারা একজন/একটি ব্যক্তি/বস্তু বোঝাবে। যেমন Rahmat, He, A pen, A man ইত্যাদি
    Sentence: A man is calling you (একজন লোক তোমাকে ডাকছে)
    ২. Plural বা বহুবচন: একের অধিক ব্যক্তি বা বস্তু বোঝাবে। যেমন Rahmat and Ahad, He and His Friend, They, We, Two People, Three Friends etc.
    Sentence: Two people have been killed (দুই জন লোক মারা গিয়েছে)
    সতর্কতা: Number কে দেখতে খুবই সহজ এবং নিরীহ মনে হলেও Number ও Person নিয়ে যখন একত্রে চিন্তা করতে হয় তখন অনেক সময় দেখা দেয় বিভ্রান্তি (Confusion)। সহজেই মনে রাখতে হবে Singular  মানে একজন আর Plural  মানে একাধিক। তাহলেই কেল্লাফতে! অতএব সতর্ক! সামনে কিন্তু এটা কাজে লাগবে, তালগোল পাকানো যাবে না।

    Person বা পুরুষ: Person হলো বাক্যের ‍Subject (কর্তা) এর Status (অবস্থা)। Person দ্বারা বোঝায় যখন কেউ কথা বলছে সে কার কথা বলছে-নিজের ব্যাপারে, তার সামনে যে শ্রোতা উপস্থিত তার ব্যাপারে নাকি অনুপস্থিত কারো ব্যাপারে। অতএব  Person তিন প্রকার।
    ১. নিজের ব্যাপারে কিছু বললে সংশ্লিষ্ট Subject হবে First Person  বা উত্তম পুরুষ। এর উদাহরণ মাত্র দুইটি- I, We (বাংলায় আমি, আমরা)
    যেমন কেউ নিজের ব্যাপারে বলল- I have already finished the job (আমি ইতোমধ্যে কাজটি শেষ করে ফেলেছি)
    ২. সামনে উপস্থিত শ্রোতার ব্যাপারে কিছু বললে সংশ্লিষ্ট Subject হবে Second Person বা মধ্যম পুরুষ। ইংরেজিতে এর উদাহরণ মাত্র একটি-You. বাংলায় দুইটি -তুমি, তোমরা।
    যেমন You have done a great job- তুমি একটা দারুণ কাজ করেছো।
    ৩. যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে অনুপস্থিত হলে সেই হবে Third Person  বা নাম পুরুষ। I, We এবং You  অর্থ্যাৎ আমি, তুমি, আমরা, তোমরা এই চারটি ছাড়া যত Subject পাওয়া যাবে সবাই Third Person.
     এর উদাহরণ অসংখ্য। যেমন He, She, It (ইহা), They, Rahmat, Sabbir, The name of my father, A man, Three people etc. আপনি মনে মনে আরো উদাহরণ বের করুন..কিছুক্ষণ এটা নিয়ে ভাবতে থাকুন.......
    যেমন: Sabbir has striken a ton (সাব্বির একটি সেঞ্চুরি মেরেছে)

    Note: দেখা যাচ্ছে Singular এবং Plural Number উভয়েই আবার Ist, 2nd বা 3rd Person হতে পারে। যেমন
    Singular-1st: I
    Singular-2nd: You (বাংলায় যা ‘তুমি’)
    Singular-3rd: He, She, It, Rahmat, Zubayir, My name etc. (এটার প্রতি একটু বিশেষ দৃষ্টি দিন, কাজে লাগবে পরে)
    Plural-1st: We
    Plural-2nd: You
    Plural-3rd: They, Rahim and his friend etc.
    Category: articles
    ইংরেজি শিখতে Parts of Speech এর কিছুটা গুরুত্ব রয়েছে। তবে এটার পেছনে খুব বেশি সময় দেবার দরকার নেই। মোটামুটি  কোন একটি শব্দ দেখে এটি কোন Parts of Speech তা চিনতে পারাই যথেষ্ট। উদাহরণ ও সংজ্ঞা সহ বিস্তারিত প্রকারভেদ না জানলেও চলবে। তবে বিভিন্ন Parts of Speech এর গুরুত্বপূর্ণ কিছু শব্দের তালিকা করে রাখলে ভাল হয়। আমরা আগামীর পোস্টে এরকম তালিকা  দেব, ইনশা’আল্লাহ। তবু নিজেও খাতা-কলমে একটি তালিকা করলে প্র্যাকটিস হলো। মনে রাখতে হবে প্র্যাকটিসের কোন বিকল্প নেই।
    যাই হোক আপাতত আমরা Noun চিনব।
     Parts of Speech চিহ্নিত করার ছড়ায় বলেছিলাম  যা চোখে দেখা যায় তাই Noun। ঠিকই আছে। তবে আরো Noun ও আছে যা চোখে দেখা যায় না (Abstract Noun  বা গুণ, অবস্থা ইত্যাদি)
    Noun মূলত পাঁচ প্রকার।
    ১. Proper Noun:  কোন ব্যক্তি, বস্তু, স্থান বা বিশিষ্ট কিছুর নির্দিষ্ট  নাম। যেমন নির্দিষ্ট কোন ব্যক্তি Farhad, Sabbir ইত্যাদি। নির্দিষ্ট কোন স্থান (Place) যেমন Dhaka, Motijheel ইত্যাদি; নির্দিষ্ট কোন ফুলের (Flower-ইংরেজি নামও দেবার কারণ আছে, একটু পরেই দেখেবেন) নাম যেমন Rose, Cactus ইত্যাদি।

    ২. Common Noun: অনেকগুলো একজাতীয় Proper Noun কে যেই সাধারণ ( এখানে সাধারণ  মানে Common, Normal নয়!) নামে ডাকা যাবে তাই Common Noun। যেমন উপরের Proper Noun এর উদাহরণগুলো খেয়াল করুন। Farhad, Sabbir কে যে কমন নামে ডাকা যাবেতো হলো Man অথবা বলতে পারেন  Boy। অতএব Boy  হলো Common Noun। একইভাবে  Rose, Cactus এর সাধারণ নাম হলো ফুল মানে Flower। তাই Flower হলো কমন নাউন। এছাড়াও Dhaka, Motijheel হলো স্থান বা Place, ফলে Place হলো Common Noun।
    এখান থেকে একটা সহজ সমীকরণ পাওয়া যায় , সেটা হলো Common Noun এর উদাহরণ দিলে আমরা Proper Noun পাব। আর সমজাতীয় কিছু Proper Noun কে যে সাধারণ নামে ডাকা যায় তাই Common Noun।
    একটি ছোট্ট চার্ট দিচ্ছি-
    Common Noun           Common Noun এর example( Proper Noun)
    Animal                          Tiger, Leopard, Lion, Ass etc
    River                           Padma, Amazon, Rhine, Meghna etc
    Fruit                             Mango, Banana, Guava etc
    Bird                             Crow, Cuckoo etc      
    আশা করি More than Clear!!!!! অন্যথায় মন্তব্য দিন বা যোগাযোগ করুন

    ৩. Collective Noun:  Common Noun এর অনেকগুলো উদাহরণ মিলে (মানে অনেকগুলো Proper Noun একত্র হয়ে) যদি কোন দল, গ্রুপ বা সমষ্টি তৈরি করে তবে Collective Noun বলা হবে। Collective মানেই সমন্বিত। যেমন বলা হয় যে তাদের Collective Effort (দলগত প্রচেষ্টা)র কারণে সাফল্য এসেছে।
    যেমন কয়েকজন ছাত্র নিয়ে গঠিত হয় একটি ক্লাস। সুতরাং Class হচ্ছে Collective Noun। উল্লেখ্য এখানে ছাত্র (Student) হলো Common Noun। আর নির্দিষ্ট কোন Student এর নাম বললে তা হবে Proper Noun যেমন Hassan, Zubayir ইত্যাদি। এছাড়াও যেমন কয়েকজন গায়ক (Singer) মিলিত হয়ে গঠন করেন Band, কয়েকজন Player নিয়ে গঠিত হয় একটি Team, কিছু ডাকাত (Robber) নিয়ে গ্যাং বা ডাকাতদল (Gang)। এসবক্ষেত্রে আবার যথাক্রমে Singer, Player, Robber হলো Common Noun।
    ৪. Material Noun: কোন বস্তু বা পদার্থ যেমন -Gold, Silver etc. এটা তেমন গুরুত্বপূর্ণ নয়।

    ৫. Abstract Noun: এটা বোঝা আবার কিছুটা জরুরী। Adjective বুঝতে এটা কাজে লাগবে। আগে বলেছিলাম যা চোখে দেখা যায় তাই Noun । ব্যতিক্রমও আছে, আর তাই Abstract Noun। আসলে শুধু চোখ নয় কোন ইন্দ্রিয়ই এটাকে ধরতে পারবে না। এটা হলো কোন ব্যক্তি বা বস্তুর দোষ , গুণ বা  অবস্থা। আর দোষ, গুণ বা অবস্থাধারী ব্যক্তি বা বস্তুকে বলে Adjective। যেমন Honest হলো একটি গুণ, ফলে এটি Noun। আর Honesty যার আছে সে হলো Honest। তাই Honest  হলো Adjective। সামনের পোস্টে বিস্তারিত আসছে...........


    Category: articles

    ইতোপূর্বে  ছড়ায় বলেছিলাম Noun এর বদলি খাটে যে সেই Pronoun. ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্যে Pronoun নিয়ে পিএইচডি করবার দরকার নেই। দরকার হচ্ছে প্রোনাউন চেনা ও তাদেরকে ব্যবহার করতে পারা।
    Noun এর মতই Pronoun ও Subject ও Object  হিসেবে ব্যবহৃত হতে পারে।
    যেমন, I teach him. (আমি তাকে পড়াই)
    [অনেকের কাছে হয়ত অর্থ লিখে দেওয়া দৃষ্টিকটু মনে হবে, তবে আমার উদ্দেশ্য প্র্যাকটিক্যাল ও নিঁখুত ইংরেজি শেখা আর আমার টার্গেট দুর্বল ছাত্র ভাইয়েরা-তাই]
    Pronoun আবার অনেক সময় অন্য Parts of Speech হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন Who, What ইত্যাদি এরা আবার Conjunction.
    Pronoun আট প্রকার।
    ১.  Personal Pronoun: এগুলো ব্যক্তিবাচক এবং যে কোনো, Number,  পুরুষ বা Case এর হতে পারে। যেমন, I, We, Me, Us, Our, You, He, She, They, Him, His, Its, Their etc.
    ২. Demonstrative: This, That. মূলত এ দুটোই। তবে One, Ones, None, The same, Such, So এগুলোও হয়। তবে অর্থ এরা যখন Conjunction হয় তখন যেমন সেরকম নয়।
    যেমন, So- I think so (আমি এমনটাই/ এটাই/তেমনি/একইরকম) মনে করি।
    ৩. Interrogative বা প্রশ্নবোধক; What, Who, Which, Whom, Whose. এগুলো দিয়ে প্রশ্ন তৈরি আমার শিখবো, ইণশা’আল্লাহ।
    ৪. Relative বা সম্পর্কবাচক: Who, Which Whom etc. I saw the man who was beaten. ( যে লোকটিকে মারা হয়েছিল আমি তাকে দেখেছি)
    ৫. Indefinite বা অনির্দিষ্ট: One, None, Other, Another, Naught, Many, Few, Some, Several ( কিছু) , All, Both, Any (যে কোনো)
    One should do one's duty. (দায়িত্ব পালন করা উচিৎ) * এখানে one's এর স্থলে his বলা যাবে না, সাবধান!
    ৬. Distributive: Each (প্রত্যেক) , Either (যে কোনো) , Neither (কেউই না, কোনটাই না) , Everyone.
    Either of the players scores a century. (যে কোনো একজন খেলোয়ার সেঞ্চুরি করেন ই)
    ৭. Reflexive বা আত্মবাচক; Myself, Themselves, Yourself, Himself, itself, Ourselves, Herself, Yourselves, Oneself.  মনে রাখতে হবে বহুবচনের নিয়মানুযায়ী একবচন হলে self  আর বহুবচন হলে selves যুক্ত হবে।
    ৮. Reciprocal বা পাস্পরিক; Each Other, One another (অর্থ দুটোর একই- ’একে অপরকে’)
    We should help each other to live in harmony (মিলেমিশে বাস করতে হলে আমাদের একে অপরকে সাহায্য করা উচিৎ)
    Category: articles
    Proper Noun:
    Proper Noun হল কোন কিছুর নির্দির্ষ্ট নাম।
    যেমন কোন জায়গার নাম Dhaka, Chittagong, Khilgaon ইত্যাদি।
    নির্দিষ্ট কোন ফলঃ Mango, Banana, Guava (পেয়ারা), Jackfruit ইত্যাদি।
    নির্দিষ্ট কোন নদীঃ The Meghna, The Jamuna ইত্যাদি।
    নির্দিষ্ট কোন ব্যক্তিঃ Rahman, Khabir, Shamim ইত্যাদি।
    Common Noun:
    অনেকগুলো Proper Noun কে যদি নির্দিষ্ট কোন শব্দ দ্বারা প্রকাশ করা যায় তবে সেই শব্দটি Common Noun. যেমন Dhaka, Khilgaon, Motijheel শব্দগুলোকে এক নামে Place বলয়া যাবে। আবার Meghna, Padma, Jamuna শব্দগুলোকে এক নামে River বলা যাবে। তাহলে River হল Common Noun।
    Collective Noun:
    আবার অনেকগুলো Proper Noun কে একত্র করলে তাদের সমষ্টির যে নাম হয় তাকে Collective Noun বলে।
    যেমন অনেকগুলো গায়ক নিয়ে হয় Band (বাদকদল)
    অনেকগুলো ফুল নিয়ে হয় Bouquet (ফুলের তোড়া)
    অনেকগুলো মানুষ নিয়ে Crowd (জনতা) ইত্যাদি।
    Collective Noun এর একটি পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করে পড়ুন
    Category: articles