Advertisement

Friday, November 23, 2018

Each ও Every: কোনটা কখন ব্যবহার করব?

শাব্দিক অর্থে each মানেও প্রত্যেক। আবার every মানেও প্রত্যেক, আবার দুটোই কিন্তু একবচনের (singular) জন্যে ব্যবহৃত হয়। তাহলে কোনটা কখন ব্যবহার করব?



উপরের ছবিটা খেয়াল করেছেন? দুটোই এক রকম মনে হলেও একটু পার্থক্য আছে। বাম পাশে সবাই আলাদা। আর ডান পাশে সবাই মিলে একটা গ্রুপ।

আসলে দুটো শব্দেরই অর্থ 'প্রত্যেক' হলেও দুটোতে সূক্ষ্ম একটি পার্থক্য আছে। each এর ক্ষেত্রে সবাইকে আলাদাভাবে বিবেচনা করা হয়। আর every এর ক্ষেত্রে বিবেচনা করা হয় গ্রুপ আকারে। উদাহরণ দেখা যাক:

সঠিক বাক্য: Every boy in the class passed the examination. (ক্লাসের প্রত্যেকটি ছেলে পরীক্ষায় পাশ করেছিল।)
সঠিক বাক্য: Each boy was given a book. (প্রত্যেকটি ছেলেকে একটি করে বই দেওয়া হয়েছিল।)

সঠিক বাক্য: Every artist is sensitive. (প্রত্যেক শিল্পীই সংবেদনশীল।)
সঠিক বাক্য: Each artist sees things differently. (প্রেত্যেক শিল্পী ভিন্নভাবে চিন্তা করেন।)


দুটি বস্তুর ক্ষেত্রে পার্থক্য
মাত্র দুটি বস্তু নিয়ে কথা বলা হলে each ব্যবহার করা হবে।

সঠিক: Shamima wore anklets on each ankle.
(শামীমা দুই পায়েই নূপুর পরেছিল।)
ভুল: Shamima wore anklets on every ankle.

একের বেশি বস্তুর ক্ষেত্রে
এক্ষেত্রে each বা every যে-কোনোটা ব্যবহার করা যাবে।

সঠিক: The student has passed each course in this semester.
(ছাত্রটি এই সেমিস্টারের প্রতিটি কোর্সে পাশ করেছে।)
 সঠিক: The student has passed every course in this semester.
(ছাত্রটি এই সেমিস্টারের প্রতিটি কোর্সে পাশ করেছে।)


Each and Every
অনেক সময় কথায় জোর দেওয়ার জন্যে দুটোকে একই সাথেও ব্যবহার করা হয়। 

সঠিক: The student has passed each and every course in this semester.

তবে এটা সাধারণত আনুষ্ঠানিক (formal) লেখায় ব্যবহার করা হয় না। 

সূত্র
১। Grammarly


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন জিরো টু ইনফিনিটি ,ব্যাপনবিজ্ঞান চিন্তায়। লেখকের এই সাইটের সব লেখা এখানে । প্রকাশিতব্য অনূদিত বই- কালের সংক্ষিপ্ততর ইতিহাস, যা বিজ্ঞান পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস