ইতোপূর্বে ছড়ায় বলেছিলাম Noun এর বদলি খাটে যে সেই Pronoun. ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্যে Pronoun নিয়ে পিএইচডি করবার দরকার নেই। দরকার হচ্ছে প্রোনাউন চেনা ও তাদেরকে ব্যবহার করতে পারা।
Noun এর মতই Pronoun ও Subject ও Object হিসেবে ব্যবহৃত হতে পারে।
যেমন, I teach him. (আমি তাকে পড়াই)
[অনেকের কাছে হয়ত অর্থ লিখে দেওয়া দৃষ্টিকটু মনে হবে, তবে আমার উদ্দেশ্য প্র্যাকটিক্যাল ও নিঁখুত ইংরেজি শেখা আর আমার টার্গেট দুর্বল ছাত্র ভাইয়েরা-তাই]
Pronoun আবার অনেক সময় অন্য Parts of Speech হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন Who, What ইত্যাদি এরা আবার Conjunction.
Pronoun আট প্রকার।
১. Personal Pronoun: এগুলো ব্যক্তিবাচক এবং যে কোনো, Number, পুরুষ বা Case এর হতে পারে। যেমন, I, We, Me, Us, Our, You, He, She, They, Him, His, Its, Their etc.
২. Demonstrative: This, That. মূলত এ দুটোই। তবে One, Ones, None, The same, Such, So এগুলোও হয়। তবে অর্থ এরা যখন Conjunction হয় তখন যেমন সেরকম নয়।
যেমন, So- I think so (আমি এমনটাই/ এটাই/তেমনি/একইরকম) মনে করি।
৩. Interrogative বা প্রশ্নবোধক; What, Who, Which, Whom, Whose. এগুলো দিয়ে প্রশ্ন তৈরি আমার শিখবো, ইণশা’আল্লাহ।
৪. Relative বা সম্পর্কবাচক: Who, Which Whom etc. I saw the man who was beaten. ( যে লোকটিকে মারা হয়েছিল আমি তাকে দেখেছি)
৫. Indefinite বা অনির্দিষ্ট: One, None, Other, Another, Naught, Many, Few, Some, Several ( কিছু) , All, Both, Any (যে কোনো)
One should do one's duty. (দায়িত্ব পালন করা উচিৎ) * এখানে one's এর স্থলে his বলা যাবে না, সাবধান!
৬. Distributive: Each (প্রত্যেক) , Either (যে কোনো) , Neither (কেউই না, কোনটাই না) , Everyone.
Either of the players scores a century. (যে কোনো একজন খেলোয়ার সেঞ্চুরি করেন ই)
৭. Reflexive বা আত্মবাচক; Myself, Themselves, Yourself, Himself, itself, Ourselves, Herself, Yourselves, Oneself. মনে রাখতে হবে বহুবচনের নিয়মানুযায়ী একবচন হলে self আর বহুবচন হলে selves যুক্ত হবে।
৮. Reciprocal বা পাস্পরিক; Each Other, One another (অর্থ দুটোর একই- ’একে অপরকে’)
We should help each other to live in harmony (মিলেমিশে বাস করতে হলে আমাদের একে অপরকে সাহায্য করা উচিৎ)
1 comments:
Write commentsIGT Gaming, Casinos, and Games for sale in Maricopa
ReplyFind your complete kadangpintar list apr casino of casinos, games and casinosites.one games at IGT Gaming in Maricopa, Arizona. 1. Casinos in Casino at filmfileeurope.com Residence aprcasino