Advertisement

Monday, January 26, 2015

Subject ও Object এর পরিচিতি ও সনাক্ত করার উপায়

ইংরেজিতে দক্ষ হতে হলে যে মৌলিক বিষয়গুলোর উপর ভাল দখল থাকতে হবে তার মধ্যে Subject ও Object অন্যতম। এছাড়াও Number ও Person ও গুরুত্বপূর্ণ -বুঝতে ক্লিক করুন।এদেরকে চিনতে হবে, সনাক্ত করতে পারতে হবে এবং সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারতে হবে।
Subject (কর্তা): প্রত্যেক Sentence -এই অন্তত একটি Main Verb (ক্রিয়া)  থাকে। Verb টির একটি অর্থও থাকে। এখন এই Verb টির যেই অর্থ অর্থ্যাৎ Verb টি দ্বারা যা বোঝায় সেই কাজটি যার দ্বারা সম্পন্ন হয় তাই Subject। একটু গুরুগম্ভীর হয়ে গেল নাকি?
সংক্ষেপে, যার দ্বার কাজ সম্পন্ন হয় সেই Subject।
যেমন : They have beaten an innocent boy. (তারা একটি নিরপরাধ ছেলেকে মেরেছে)
এখানে Beat (মারা) হলো Verb। আর মারার কাজটি করেছে They (তারা)। তাই They (তারা) হলো Subject।
চেনার সহজ উপায়: ‘কে’ দ্বারা প্রশ্ন করলে উত্তর দেয় Subject।
যেমন, যদি বলা হতো , “কে মেরেছে?”, উত্তর হতো, “They (তারা)”। তাই They (তারা) হলো Subject।
এছাড়াও যেমন I went there. (আমি সেখানে গেলাম)
প্রশ্ন: কে গেল?; উত্তর: আমি। তাই “আমি-I” হলো Subject।

Object (কর্ম): সহজ ভাষায় ‘কে’ এবং ‘কাকে’ এই দুটি প্রশ্নের উত্তর যে দিতে পারে সেই হলো Object।
যেমন: They have beaten an innocent boy. (তারা একটি নিরপরাধ ছেলেকে মেরেছে)
প্রশ্ন: কাকে মেরেছে; উত্তর:  an innocent boy। তাই an innocent boy (একটি নিরপরাধ ছেলে) হলো Object বা কর্ম।
বুঝতেই পারছেন Object  দুই ধরণের হতে পারে।
১. ব্যক্তিবাচক: কাকে দ্বারা করা প্রশ্নের উত্তর। যেমন, উপরের বাক্যে an innocent boy-একটি নিরপরাধ ছেলে
২. বস্তুবাচক: কী দ্বারা করা প্রশ্নের উত্তর।
যেমন  I will open a bank account-আমি একটি ব্যাঙ্ক হিসাব খুলব।
প্রশ্ন: কী খুলব: উত্তর: একটি ব্যাঙ্ক হিসাব-a bank account। সেহেতু a bank account হলো Object।

Note: Subject বা Object এর সাথে যদি কোন Article বা Adjective  থাকে তবে সেটিও Subject বা Object এর অংশ হিসেবে গণ্য হবে।
যেমন , an innocent boy-এখানে a হলো Article আর innocent (নিরপরাধ) হলো Adjective (বিশেষ্য)। এখানে an innocent boy পুরো শব্দসমষ্টিই Object. Voice Change করার সময় এই বিষয়টি ভালো মত মাথায় রাখবে, কেমন?
একটি পোস্টে Subjective, Objective, Possessive Form এর তুলনামূলক আলোচনা হবে, ইনশা’আল্লাহ।


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন জিরো টু ইনফিনিটি ,ব্যাপনবিজ্ঞান চিন্তায়। লেখকের এই সাইটের সব লেখা এখানে । প্রকাশিতব্য অনূদিত বই- কালের সংক্ষিপ্ততর ইতিহাস, যা বিজ্ঞান পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস

3 comments

Write comments
Anonymous
AUTHOR
January 24, 2022 at 7:53 AM delete

daftabet | Daftabet Sportsbook | DAFTAR
Daftabet. Daftabet, our website is open for anyone. Register for dafabet us. Contact Us. gioco digitale Login. Register Login. Register 메리트카지노 Login.

Reply
avatar
idaliseoatis
AUTHOR
March 3, 2022 at 6:23 AM delete

Casino in Maryland: Online Gambling in Maryland
The first two sites to launch in 청주 출장안마 Maryland, 1xbet login the BetMGM 사천 출장샵 and DraftKings, and the Caesars Sportsbook are both now open, along 나주 출장샵 with the FanDuel 군포 출장안마

Reply
avatar