ইংরেজি-বাংলা শব্দার্থের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য অভিধান হল Bangla Academy English to Bangla Dictionary।
এখন আপনার আন্ড্রয়েড ফোনে এই অভিধান অবিকল ব্যবহার করতে পারবেন।
এর জন্য আপনার ফোন থেকে ৭০ এমবি মেমোরি খরচ করতে হবে। তাহলে অফলাইনেই ব্যবহার করতে পারবেন। আর মেমোরি খরচ করতে না চাইলেও অসুবিধা নেই। তবে গুণতে হবে নেট খরচ যা অবশ্য খুব বেশি নয়।
তো, যা করতে হবেঃ
১. এই এপিকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।
২. এই জিপ ফাইলখানা ডাউনলোড করুন। (65 MB, Extract করলে হবে 70 MB)
৩. জিপ ফাইলটি এক্সট্রাট করুন। Extract করলে দেখা যাবে যে এর ভেতরে ইংরেজি-বাংলা সবগুলো শব্দের অর্থসহ ছবি দেওয়া আছে। এটা বাংলা একাডেমি ডিকশনারির ঠিক অবিকল।
৪. Extract করার পরশব্দ-ছবিগুলো যে ফোল্ডারে সেইভ হয়েছে সেটার একটা নাম দিন, ইংরেজিতে। যত সিম্পল হয় ততই ভাল। যেমন, e2b, etob বা ed ইত্যাদি। এই নাম একটু পর কাজে লাগবে।
৫. ধরে নিলাম ফোল্ডারের নাম etob। এবার এই ফোল্ডারটি আপনার মোবাইলের মেমোরি কার্ডে কপি করুন। অন্য, কোন ফোল্ডারের ভেতরে নয়, মেমোরি কার্ড খুললেই যাতে দেখা যায়।
৬. এক নং ধাপে যে অ্যাপ্লিকেশনটি নামিয়েছিলেন, সেটাও আপনার মেমোরি কার্ডে কপি করুন।
৭. অ্যাপটি Install করুন ও ওপেন করুন।
৮. মেনু বাটন চেপে Settings এ যান। এখান থেকে Enable offline Use চেকবক্সে মার্ক করুন। Offline data location চাপুন। এখানে আগে থেকে .weaverspark/e2b লেখা আছে। এটা মুছে দিয়ে ৪ নং ধাপে যে নাম দিয়েছিলেন, সেটা বসিয়ে Save করুন।
কাজ শেষ! এবার সুফল নেবার পালা। বক্সে শব্দ লিখুন। Show meaning এ ক্লিক করুন আর দেখে নিন অর্থ ও বিস্তারিত ব্যাখ্যা।
ব্যাস!
পুনশ্চঃ ওয়ার্ড লিস্ট (GRE) দেখতে চাইলে মেনু থেকে Barrron's GRE তে ক্লিক করতে হবে। সব শব্দের তালিকা চলে আসবে।
কৃতজ্ঞতায়ঃ Rubel's Blog
এখন আপনার আন্ড্রয়েড ফোনে এই অভিধান অবিকল ব্যবহার করতে পারবেন।
এর জন্য আপনার ফোন থেকে ৭০ এমবি মেমোরি খরচ করতে হবে। তাহলে অফলাইনেই ব্যবহার করতে পারবেন। আর মেমোরি খরচ করতে না চাইলেও অসুবিধা নেই। তবে গুণতে হবে নেট খরচ যা অবশ্য খুব বেশি নয়।
তো, যা করতে হবেঃ
১. এই এপিকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।
২. এই জিপ ফাইলখানা ডাউনলোড করুন। (65 MB, Extract করলে হবে 70 MB)
৩. জিপ ফাইলটি এক্সট্রাট করুন। Extract করলে দেখা যাবে যে এর ভেতরে ইংরেজি-বাংলা সবগুলো শব্দের অর্থসহ ছবি দেওয়া আছে। এটা বাংলা একাডেমি ডিকশনারির ঠিক অবিকল।
৪. Extract করার পরশব্দ-ছবিগুলো যে ফোল্ডারে সেইভ হয়েছে সেটার একটা নাম দিন, ইংরেজিতে। যত সিম্পল হয় ততই ভাল। যেমন, e2b, etob বা ed ইত্যাদি। এই নাম একটু পর কাজে লাগবে।
৫. ধরে নিলাম ফোল্ডারের নাম etob। এবার এই ফোল্ডারটি আপনার মোবাইলের মেমোরি কার্ডে কপি করুন। অন্য, কোন ফোল্ডারের ভেতরে নয়, মেমোরি কার্ড খুললেই যাতে দেখা যায়।
৬. এক নং ধাপে যে অ্যাপ্লিকেশনটি নামিয়েছিলেন, সেটাও আপনার মেমোরি কার্ডে কপি করুন।
৭. অ্যাপটি Install করুন ও ওপেন করুন।
৮. মেনু বাটন চেপে Settings এ যান। এখান থেকে Enable offline Use চেকবক্সে মার্ক করুন। Offline data location চাপুন। এখানে আগে থেকে .weaverspark/e2b লেখা আছে। এটা মুছে দিয়ে ৪ নং ধাপে যে নাম দিয়েছিলেন, সেটা বসিয়ে Save করুন।
কাজ শেষ! এবার সুফল নেবার পালা। বক্সে শব্দ লিখুন। Show meaning এ ক্লিক করুন আর দেখে নিন অর্থ ও বিস্তারিত ব্যাখ্যা।
ব্যাস!
পুনশ্চঃ ওয়ার্ড লিস্ট (GRE) দেখতে চাইলে মেনু থেকে Barrron's GRE তে ক্লিক করতে হবে। সব শব্দের তালিকা চলে আসবে।
কৃতজ্ঞতায়ঃ Rubel's Blog
1 comments:
Write commentsHarrah's casino to go public - Aljordan14 retromegabit
ReplyHarrah's will not run a casino in the Ak-Chin area. 스포츠토토 통계 벳피스트 The casino will have how to find air jordan 18 retro yellow a 스포츠토토 gaming floor how can i buy air jordan 18 retro toro mens sneakers at how to buy air jordan 18 retro yellow Harrah's in Ak-Chin Village.