Advertisement

Monday, January 26, 2015

Proper, Common ও Clolective Noun কে আলাদা করে চেনার উপায়

Proper Noun:
Proper Noun হল কোন কিছুর নির্দির্ষ্ট নাম।
যেমন কোন জায়গার নাম Dhaka, Chittagong, Khilgaon ইত্যাদি।
নির্দিষ্ট কোন ফলঃ Mango, Banana, Guava (পেয়ারা), Jackfruit ইত্যাদি।
নির্দিষ্ট কোন নদীঃ The Meghna, The Jamuna ইত্যাদি।
নির্দিষ্ট কোন ব্যক্তিঃ Rahman, Khabir, Shamim ইত্যাদি।
Common Noun:
অনেকগুলো Proper Noun কে যদি নির্দিষ্ট কোন শব্দ দ্বারা প্রকাশ করা যায় তবে সেই শব্দটি Common Noun. যেমন Dhaka, Khilgaon, Motijheel শব্দগুলোকে এক নামে Place বলয়া যাবে। আবার Meghna, Padma, Jamuna শব্দগুলোকে এক নামে River বলা যাবে। তাহলে River হল Common Noun।
Collective Noun:
আবার অনেকগুলো Proper Noun কে একত্র করলে তাদের সমষ্টির যে নাম হয় তাকে Collective Noun বলে।
যেমন অনেকগুলো গায়ক নিয়ে হয় Band (বাদকদল)
অনেকগুলো ফুল নিয়ে হয় Bouquet (ফুলের তোড়া)
অনেকগুলো মানুষ নিয়ে Crowd (জনতা) ইত্যাদি।
Collective Noun এর একটি পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করে পড়ুন


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন জিরো টু ইনফিনিটি ,ব্যাপনবিজ্ঞান চিন্তায়। লেখকের এই সাইটের সব লেখা এখানে । প্রকাশিতব্য অনূদিত বই- কালের সংক্ষিপ্ততর ইতিহাস, যা বিজ্ঞান পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস