অনেকে বলেন Tense হলো ইংরেজির অর্ধেক। আসলে ব্যাপারটি এমন নয়। কেউ আবার বলেন Tense শিখে ফেললেন তো ইংরেজি শিখে ফেললেন! -এটিও ঠিক নয়।
তবে এটি মোটেই অত্যুক্তি নয় যে Tense ভালোভাবে (১০০%, ভাসাভাসা হলে চলবে না) আয়ত্ব করা ছাড়া ইংরেজি শেখা যাবে না। অনেক প্রতিষ্ঠান (সাইফুরস, এফএম মেথড ইত্যাদি) বলে ইংরেজি শেখার জন্যে Tense এর ঝামেলায় যাবার দরকার নেই। অথচ তারাও বিকল্প হিসেবে বাক্য গঠনের যে রূপরেখা প্রদান করেন তাও সেই Tense ভিত্তিক জিনিস যা মোটেই ঝামেলামুক্ত নয়।
ইংরেজি শিখতে যাবার শুরুর দিকেই Tense একেবারে শক্তভাবে আয়ত্ব করতে হবে। তুমি নিশ্চয়ই পিরামিড দেখেছো। পিরামিডের নিচের দিক প্রশস্ত আর উপরের দিকে ক্রমাগত সরু। উল্টোটা কি হতে পারত? মানে নিচের দিক সরু আর উপরের দিক মোটা? উত্তর হলো- না।
একইভাবে ইংরেজি শেখা যদি একটি পিরামিড হয় তাহলে টেন্স হলো তার ভিত্তি। এটা যত শক্ত হবে ইংরেজির উপর দখল তত মজবুত হবে। [যদি পরবর্তী টপিকগুলো মনোযোগ দিয়ে পড়া হয়]
যাক, এখন আমরা Tense বা ক্রিয়ার কাল সহজেই শিখে ফেলব, ইনশা’আল্লাহ।
Tense প্রধানত তিন প্রকার। ১.Present (বর্তমান) ,২. Past (অতীত) ,৩. Future (ভবিষ্যৎ)। প্রত্যেকেই আবার চার প্রকার।
1. Indefinite বা Simple, 2. Continuous, 3. Perfect, 4. Perfect Continuous
তুমি ইতোমধ্যে বহুবার পড়েছো এভাবে Tense মোট বার প্রকার।
সারণী: কোন Tense এ কোন Auxiliary Verb এবং Main Verb এর রূপ কেমন
[বি:দ্র: Pr=Present, F=Future Ind=Indefinite, Cont.=Continuous, Perf=Perfect,
এবং V1=Present Form, V2=Past Form, V3=Past Participle Form]
সারণীটা ভালোমতো মাথায় রাখতে হবে। এই তালিকা অনুযায়ী বিভিন্ন Subject
এর সাথে Auxiliary Verb ও Main Verb এর সমন্বয় ঘটিয়ে প্রচুর বাক্য বানানোর
প্র্যাকটিস করতে হবে। শুধু Tense জেনেই কীভাবে বাক্য বানাতে হবে তার সহজ
নিয়ম আমরা একটু পরই দেখব।
এখন এই সারণী সম্পর্কে কিছু কথা যা মাথায় রাখলে এটাকে মাথায় রাখা সহজ হয়ে যাবে।
*Pr Ind ও Past Ind Tense এ Auxiliary Verb নেই
* যেকোন Cont. Tense (Cont. এবং Perf. Cont. দুটোই) -এ মূল Verb এর Form হবে V1+ing
* যেকোন Perf. Tense (শুধুই Perf. Perf. Cont বাদে) -এ মূল Verb এর Form হবে V3
*Pr Ind ও F Ind Tense -এ মূল Verb এর Form V1
*Past Ind Tense এ Main Verb এর Form V2
F এর ক্ষেত্রে আধুনিক নিয়মানুযায়ী শুধু will ব্যবহৃত হয়। Shall এখন বিলুপ্ত।
একই টেন্সে একাধিক Auxiliary Verb এর ক্ষেত্রে কখন কোনটি হবে তা আমরা দেখব পরের পোস্টে, ইনশা’আল্লাহ।
তবে এটি মোটেই অত্যুক্তি নয় যে Tense ভালোভাবে (১০০%, ভাসাভাসা হলে চলবে না) আয়ত্ব করা ছাড়া ইংরেজি শেখা যাবে না। অনেক প্রতিষ্ঠান (সাইফুরস, এফএম মেথড ইত্যাদি) বলে ইংরেজি শেখার জন্যে Tense এর ঝামেলায় যাবার দরকার নেই। অথচ তারাও বিকল্প হিসেবে বাক্য গঠনের যে রূপরেখা প্রদান করেন তাও সেই Tense ভিত্তিক জিনিস যা মোটেই ঝামেলামুক্ত নয়।
ইংরেজি শিখতে যাবার শুরুর দিকেই Tense একেবারে শক্তভাবে আয়ত্ব করতে হবে। তুমি নিশ্চয়ই পিরামিড দেখেছো। পিরামিডের নিচের দিক প্রশস্ত আর উপরের দিকে ক্রমাগত সরু। উল্টোটা কি হতে পারত? মানে নিচের দিক সরু আর উপরের দিক মোটা? উত্তর হলো- না।
একইভাবে ইংরেজি শেখা যদি একটি পিরামিড হয় তাহলে টেন্স হলো তার ভিত্তি। এটা যত শক্ত হবে ইংরেজির উপর দখল তত মজবুত হবে। [যদি পরবর্তী টপিকগুলো মনোযোগ দিয়ে পড়া হয়]
যাক, এখন আমরা Tense বা ক্রিয়ার কাল সহজেই শিখে ফেলব, ইনশা’আল্লাহ।
Tense প্রধানত তিন প্রকার। ১.Present (বর্তমান) ,২. Past (অতীত) ,৩. Future (ভবিষ্যৎ)। প্রত্যেকেই আবার চার প্রকার।
1. Indefinite বা Simple, 2. Continuous, 3. Perfect, 4. Perfect Continuous
তুমি ইতোমধ্যে বহুবার পড়েছো এভাবে Tense মোট বার প্রকার।
সারণী: কোন Tense এ কোন Auxiliary Verb এবং Main Verb এর রূপ কেমন
[বি:দ্র: Pr=Present, F=Future Ind=Indefinite, Cont.=Continuous, Perf=Perfect,
এবং V1=Present Form, V2=Past Form, V3=Past Participle Form]
Tense | Auxiliary Verb | Main Verb এর রূপ (Form) |
---|---|---|
Pr Ind | - | V1 |
Pr Cont. | am/is/are | V1+ing |
Pr Perf | have/has | V3 |
Pr Perf. Cont. | have been/has been | V1+ing |
Past Ind | - | V2 |
Past Cont. | was/were | V1+ing |
Past Perf | had | V3 |
Past Perf. Cont. | had been | V1+ing |
F Ind | will | V1 |
F Cont. | will be | V1+ing |
F Perf. | will have | V3 |
F Perf. Cont. | will have been | V1+ing |
এখন এই সারণী সম্পর্কে কিছু কথা যা মাথায় রাখলে এটাকে মাথায় রাখা সহজ হয়ে যাবে।
*Pr Ind ও Past Ind Tense এ Auxiliary Verb নেই
* যেকোন Cont. Tense (Cont. এবং Perf. Cont. দুটোই) -এ মূল Verb এর Form হবে V1+ing
* যেকোন Perf. Tense (শুধুই Perf. Perf. Cont বাদে) -এ মূল Verb এর Form হবে V3
*Pr Ind ও F Ind Tense -এ মূল Verb এর Form V1
*Past Ind Tense এ Main Verb এর Form V2
F এর ক্ষেত্রে আধুনিক নিয়মানুযায়ী শুধু will ব্যবহৃত হয়। Shall এখন বিলুপ্ত।
একই টেন্সে একাধিক Auxiliary Verb এর ক্ষেত্রে কখন কোনটি হবে তা আমরা দেখব পরের পোস্টে, ইনশা’আল্লাহ।
2 comments
Write commentsWhether you’re in search 바카라 of classic slots or video slots, they are all free to play. We have a first-class choice of your whole favorite games including premium Slots, Roulette, Blackjack, Video Poker and also provide Live Casino tables that feel identical to the actual factor. Mechanical slot machines and their coin acceptors were generally susceptible to cheating devices and other scams. One historic instance concerned spinning a coin with a short size of plastic wire.
ReplyWe have the small print points} on all the types 온라인 바카라 of bonuses you can see at gambling websites. The sport offers no possibility of successful money or anything of worth. Success in half in} this sport doesn't imply your success in an identical real-money on line casino sport. • SINGLE ACCOUNT – Start half in} free roulette on your smartphone, then proceed on your pill with out shedding progress. Use your account to play any of our different on line casino video games in a single app.
Reply