Advertisement

Wednesday, January 28, 2015

Auxiliary Verb ও Subject এর মিল (Conjugation)

আচ্ছা, আমি যদি বলি, I is good student। তোমারা বলবে, আহা! বেচারা কি ভালো ছাত্র! কথা শুনেই বোঝা যাচ্ছে। তোমরাও যাতে এ ধরণের ভুল করে না বসো, তাই এই পোস্ট।
আমি এখানে Auxiliary Verb উল্লেখ করে ডান পাশে তা কোন কোন Subject এর সাথে বসবে তা বলছি-
Auxiliary Verb
কার সাথে বসবে
উদাহরণ
বাংলা অর্থ
Am
I
I am a Journalist
আমি একজন সাংবাদিক
Is
He, She, It, Rahim, Faysal, 3rd Person-Singular
He is watching a documentary, It is very easy to learn English
সে একটি ডকুমেন্টারি দেখছে। ইংরেজি শেখা বড়ই সহজ।
Are
We, You, They, Rahim and Karim, 3rd Person Plural
We are human being, They are pretty good.
আমরা মানুষ। তারা বেশ ভালো।
Have
I, You, We, They, 3rd Person-Plural (Zaber and Kabir)
I have learnt english through practice. You have performed well.
আমি অনুশীলণের মাধ্যমে ইংরেজি শিখেছি। তুমি ভালো করেছো।
Has
He, She, It, 3rd Person-Singular
He has lost his cellphone. It has worsen.
সে তার মুঠফোন হারিয়ে ফেলেছে। (ব্যাপারটা) আরো খারাপ হয়েছে
Was
I, He, She, It, Rahim, 3rd Person-Singular
She was preparing for exam.
সে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল।
Were
We, You, They, Ibrahim and Karim, 3rd Person Plural
They were visiting Lalbag Fort. 
তারা লালবাগ কেল্লা পরিদর্শন করছিল।
নিশ্চয় খেয়াল করেছো, কিছু Auxiliary Verb তালিকায় নেই। আসলে, সেগুলো যেকোন Subject এর সাথেই বসে। 
তবে মাথায় রাখতে হবে এবং সবচেয়ে বেশি জরুরী হচ্ছে বেশি বেশি অনুশীলণ যা আমরা পরের পোস্টে ব্যাপকভাবে দেখব, ইনশা'আল্লাহ।
উপরের লিস্টটাকেই এখন আরেকভাবে শিখব যাতে সহজে মাথায় থাকে। চলো, এবার দেখে নেই, কোন Subject এর সাথে কোন Auxiliary Verb বসাতে হবে।
Subject
Auxiliary Verb
উদাহরণ
বাংলা অর্থ
I
am, have, was
I have understood the point.
আমি ব্যাপারটা বুঝেছি।
We
are, have, were
We were ecstatic to win the match.
ম্যাচটা জিততে পেরে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেলাম।
He, She, It তথা Third Person Singular
is, was, has
She has worn hijab.
সে হিজাব পরেছে।
3rd Person Plural (They etc)
are, have, were
They are working in a multinational company.
তারা একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করছে।

ইংরেজি বাক্যের গঠন:
উপরে যে বাক্যগুলো লিখলাম এগুলো কীভাবে হল তা এখন না বুঝলেও চলবে। পরের পোস্টে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। তবে আপাতত এটুকু জেনে রাখো, ইংরেজি বাক্য গঠনের জন্যে Verb এর উপস্থিতি অপরিহার্য (ব্যতিক্রম মাত্র কয়েকটি সংলাপ যেমন -What about you? বা তোমার খবর কী?)
তো গঠন হলো: Subject + Aux. Verb + Main Verb + Object  + .......extension (বাড়তি অংশ)
যেমন : I + was + playing
আচ্ছা, তোমাকে একটা কাজ দেই। Tense এর গঠন আর Auxiliary Verb এর উপযুক্ত ব্যবহার দেখে দেখে ১২ টি Tense এর অন্তত ১২ টি বাক্য বানিয়ে ফেলো। আগামী পোস্টে এটাই আমরা আরো করবো। তুমি এক ধাপ এগিয়ে থাকো!


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়