Advertisement

Wednesday, January 28, 2015

ইংরেজি নিয়মিত ও অনিয়মিত Verb এর তালিকা

ইংরেজি Verb গুলো রূপান্তরের দিক দিয়ে দুই প্রকার।
১. Regular Verbs বা Strong Verb
২. Irregular বা Weak Verbs
Tense ভালোভাবে শেখা ও Voice, Narration সহ ইংরেজির গুরুত্বপূর্ণ সব জায়গায় Verb এর সঠিক ফর্ম বসাতে হয়।
এখন, Regular Verbগুলোর রূপান্তর খুবই সহজ। বেসিক ফর্মের (Present Form) সাথে -ed যুক্ত করলেই Past ও Past Participle হয়ে যায়।
যেমন,
Regular Verbs (Present)
বাংলা অর্থ
Past Form
Past Participle
Accept
মেনে নেওয়া
Accepted
Accepted
Carry
বহন করা
Carried
Carried
Blush
লালাভ হওয়া
Blushed
Blushed

এগুলো তো সহজ।
তবে, Irregular Verbগুলো একটি ব্যতিক্রম। অবশ্য, এগুলোর সংখ্যা বেশি নয়। অল্প যা কিছু আছে, সেগুলো শিখে ফেললেই কেল্লা ফতে।
ইংরেজি Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (A-E)
ইংরেজি Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (F-J)

 


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়