তুমি যদি Tense এর গঠন ও Auxiliary Verb এর সঠিক ব্যবহার ভালোভাবে জেনে থাকো, তাহলে ইংরেজিতে অনেক কথা বলা এবং লেখা যাবে। চলো, এখনই ইংরেজি বলতে শুরু করি।
এখানে আমরা আপাতত বিবৃতিমূলক বাক্য (Assertive Sentence) নিয়ে আলোচনা করবো। এটা শিখে ফিললেই Negative ও Interrogative (প্রশ্নবোধক) বাক্যও প্রায় শেখা হয়ে যাবে।
তো শুরু হোক।
ইংরেজি বাক্যের গঠনঃ
Subject + Auxiliary Verb (যদি থাকে) + Main Verb এর উপযুক্ত Form + Object + বাড়তি অংশ
Tense এর গঠন ও Auxiliary Verb এর সঠিক ব্যবহার যদি তোমার মুখস্ত না থাকে, তাহলে আপাতত এই পোস্টে প্র্যাকটিস করার সময় দেখে দেখে করো।
যে কোন Tense এর Sentence গঠনের জন্য তোমাকে যা যা করা উচিত।
১. একটি Subject বাছাই। অর্থ্যাৎ কাজটি কে করবে। যেমন, I, He, They, Quddus ইত্যাদি।
২. Tense নির্ধারণ। তুমি কোন টেনস এর বাক্য তৈরি করতে চাও।
৩. ঐ Tense এ কোন Auxiliary বসে তা দেখা। একাধিক থাকলে তোমার বাছাই করা Subject এ কোনটি বসবে।
৪. একটি Verb বাছাই করো। ঐ টেন্সের ক্ষেত্রে Verb টির Form বসাও।
আপাতত এটুকু করো। বাকিটুকু আস্তে আস্তে বুঝতে থাকবে।
এবার ৪টি ধাপ যোগ করে দাও।
উদাহরণঃ
১. আমরা Subject নিলাম They।
২. Tense নিলাম Present Perfect
৩. Present Perfect এর Auxiliary Verb হল Have এবং Has। They এর সাথে বসে Have।
৪. Verb নিলাম Play। এই টেনস -এ মেইন ভার্বের ফর্ম হচ্ছে V3। Play এর V3 হল Played।
এবার যোগ করে দিই।
They + Have + Played = They have played. (তারা খেলেছে)
এটাকে আমরা বড় করতে পারি, They have played football in the stadium.
তারা স্টেডিয়ামে ফুটবল খেলেছে।
অ্যাসাইনমেন্টঃ Go, Walk, Live, Watch, Catch দিয়ে ১২ টি Tense এর বাক্য গঠন করো।
নোট-১ঃ Present ও Past Indefinite Tense এ Auxiliary Verb নেই। তাই Subject এর পরেই সরাসরি Main Verb বসবে।
যেমন, We read books (আমরা বই পড়ি), We walked fast (আমরা দ্রুত হেঁটেছিলাম)।
নোট-২ঃ Present Indefinite Tense এর ক্ষেত্রে Subject যদি 3rd Person এবং Singular হয় তবে Verb এর শেষে -s বা -es যুক্ত হবে। যেমন He goes, It rains।
নিচে আমি 'Write' Verbটি দিয়ে ১২টি টেন্স এর উদাহরণ দেখাচ্ছি। অ্যাসাইনমেন্ট করতে তোমার কাজে লাগবে।
নোট-৩ঃ তোমাকে ইংরেজিতে বিভিন্ন Verb এর রূপগুলো জানতে হবে। যেমন Run>Ran>Run। অধিকাংশ Verbই ed যোগে Past ও Past Participle হয়। কিছু আছে ব্যতিক্রম। এগুলো একটু কষ্ট করে শিখে নিতে হবে। না হলে তো বাক্য বানাতে গিয়ে আছাড় খেতে হবে। আছাড় খেলে লজ্জা না!
এখানে আমরা আপাতত বিবৃতিমূলক বাক্য (Assertive Sentence) নিয়ে আলোচনা করবো। এটা শিখে ফিললেই Negative ও Interrogative (প্রশ্নবোধক) বাক্যও প্রায় শেখা হয়ে যাবে।
তো শুরু হোক।
ইংরেজি বাক্যের গঠনঃ
Subject + Auxiliary Verb (যদি থাকে) + Main Verb এর উপযুক্ত Form + Object + বাড়তি অংশ
Tense এর গঠন ও Auxiliary Verb এর সঠিক ব্যবহার যদি তোমার মুখস্ত না থাকে, তাহলে আপাতত এই পোস্টে প্র্যাকটিস করার সময় দেখে দেখে করো।
যে কোন Tense এর Sentence গঠনের জন্য তোমাকে যা যা করা উচিত।
১. একটি Subject বাছাই। অর্থ্যাৎ কাজটি কে করবে। যেমন, I, He, They, Quddus ইত্যাদি।
২. Tense নির্ধারণ। তুমি কোন টেনস এর বাক্য তৈরি করতে চাও।
৩. ঐ Tense এ কোন Auxiliary বসে তা দেখা। একাধিক থাকলে তোমার বাছাই করা Subject এ কোনটি বসবে।
৪. একটি Verb বাছাই করো। ঐ টেন্সের ক্ষেত্রে Verb টির Form বসাও।
আপাতত এটুকু করো। বাকিটুকু আস্তে আস্তে বুঝতে থাকবে।
এবার ৪টি ধাপ যোগ করে দাও।
উদাহরণঃ
১. আমরা Subject নিলাম They।
২. Tense নিলাম Present Perfect
৩. Present Perfect এর Auxiliary Verb হল Have এবং Has। They এর সাথে বসে Have।
৪. Verb নিলাম Play। এই টেনস -এ মেইন ভার্বের ফর্ম হচ্ছে V3। Play এর V3 হল Played।
এবার যোগ করে দিই।
They + Have + Played = They have played. (তারা খেলেছে)
এটাকে আমরা বড় করতে পারি, They have played football in the stadium.
তারা স্টেডিয়ামে ফুটবল খেলেছে।
অ্যাসাইনমেন্টঃ Go, Walk, Live, Watch, Catch দিয়ে ১২ টি Tense এর বাক্য গঠন করো।
নোট-১ঃ Present ও Past Indefinite Tense এ Auxiliary Verb নেই। তাই Subject এর পরেই সরাসরি Main Verb বসবে।
যেমন, We read books (আমরা বই পড়ি), We walked fast (আমরা দ্রুত হেঁটেছিলাম)।
নোট-২ঃ Present Indefinite Tense এর ক্ষেত্রে Subject যদি 3rd Person এবং Singular হয় তবে Verb এর শেষে -s বা -es যুক্ত হবে। যেমন He goes, It rains।
নিচে আমি 'Write' Verbটি দিয়ে ১২টি টেন্স এর উদাহরণ দেখাচ্ছি। অ্যাসাইনমেন্ট করতে তোমার কাজে লাগবে।
Verb = Write, Subject = He, Tense = All gg
Tense
|
বাংলা অর্থ
|
He writes good articles.
|
সে ভালো আর্টিকেল লেখে।
|
He is writing a poem.
|
সে একটি কবিতা লিখছে।
|
He has written a poem
|
সে একটি কবিতা লিখেছে।
|
He has been writing a poem since morning.
|
সে সকাল থেকে একটি কবিতা লিখে যাচ্ছে।
|
He wrote a good poem.
|
সে একটি ভালো কবিতা লিখল।
|
He was writing a letter.
|
সে একটি চিঠি লিখছিলো।
|
He had written good posts blog.
|
সে ব্লগে দারুণ পোস্ট লিখেছিল।
|
He had been writing since youth.
|
সে কৈশোরকাল থেকেই লিখছে।
|
He will write for Magazines.
|
সে ম্যাগাজিনে লিখবে।
|
He will be writing till death.
|
সে আমৃত্যু লিখতে থাকবে।
|
He will have written by now.
|
সে এতক্ষণে লিখে থাকবে।
|
He will have been writing for 3 hours.
|
সে ৩ ঘণ্টা ধরে লিখতে থাকবে।
|