Advertisement

Monday, January 26, 2015

Positive, Comparative ও Superlative Sentece এর Transformation এর সহজ নিয়ম

আমরা এই পোস্টে সহজেই Positive, Comparative ও Superlative Sentece এর Transformation করা দেখব। আমরা ভেবে আশ্চর্য হব এটা কত সহজ!
লক্ষ্যনীয়ঃ কোন sentence কে অন্য Format এ পরিবর্তন করার সময় নিয়মের পাশাপাশি অর্থের দিকে খেয়াল রাখলে ভুলের সম্ভাবনা অনেক কমে যায়।
এখন নিচের টেবিলটার একটু দেখা যাক। এই টেবিলটা মাথায় রাখলে Degree Change করার জন্যে আর ৬ টি ভিন্ন নিয়ম মুখস্থ করা লাগবে না।
Positive
Comparitive
Superlative
Very Few (খুব কম সংখ্যকই/কমই) Than most other (বেশিরভাগের চেয়ে) one of the (অন্যতম)
No other (অন্য কেউ না/কিছু না) Than any other(অন্য যে কারো/কিছুর চেয়ে) The+Superlative Form (সবচেয়ে)

উল্লেখ্যঃ প্রতিটি ক্ষেত্রে Degree এর নিজ নিজ form use করতে হবে। যেমন positive এর জন্য Busy (ব্যস্ত), Comparative এর জন্য Busier(ব্যস্ততর, আরো বেশি ব্যস্ত) এবং Superlative এর জন্য Busiest (ব্যস্ততম, সবচেয়ে ব্যস্ত). এই Form গুলোর বেশ কিছু মাথায় রাখতে হবে।
এখন কিছু example করতে হবে। আসলে নিয়ম পড়ে (বা মুখস্থ করে) কোন লাভ নেই, উদাহরণই আসল।
Pos: Very few cities are as busy as Dhaka. (ঢাকার মত ব্যস্ত শহর কমই আছে)
Comp: Dhaka is busier than most other cities. (ঢাকা বেশিরভাগ শহরের চেয়ে বেশি ব্যস্ত)
Sup: Dhaka is one of  the busiest cities. (ঢাকা অন্যতম একটি ব্যস্ত শহর)
বিঃদ্রঃ এই নিয়মের ক্ষেত্রে  (অর্থ্যাত ১ম নিয়মটি) Adjective পরবর্তী Noun এবং Very few পরবর্তী Verb এর Plural form বসবে। যেমন এক্ষেত্রে cities (City নয়); Very few cities are (is নয়)
আরো উদাহরণঃ
Pos: Very few rivers in Bangladesh are as/so big as The Meghna. (বাংলাদেশে মেঘনার মত বড় নদী কমই আছে)
Comp: The Meghna is bigger than most other rivers in Bangladesh. (বাংলাদেশের অন্য অনেক নদীর চেয়ে মেঘনা বৃহত্তর)
Sup: The Meghna is one of the biggest rivers in Bangladesh. (মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর মধ্যে অন্যতম/ একটি)
উল্লেখ্য, এই Format টা Use করি যখন কোন ব্যক্তি, বস্তু, প্রানী বা জিনিশ ইত্যাদি এককভাবে সবচেয়ে বড়, বিশাল, বা উঁচু ইত্যাদি নয়। বরং, অনেকেই সমন্বিতভাবে সবচেয়ে উঁচু কোয়ালিটি সম্পন্ন।
যেমন প্রথম বাক্যে বোঝানো হচ্ছে, ঢাকা সবচেয়ে ব্যস্ত শহর নয়, বরং যে সকল শহর ব্যস্ত, তাদের মধ্যে একটা। চিন্তা করলেই দেখা যায় Trasnform করলেও অন্য দুটি sentence একই অর্থ দেয়।
একইভাবে ২য় উদাহরণেও মেঘনা সবচেয়ে বড় নদী হবার একক কোন কৃতিত্ব পাচ্ছে না, এটা শুধু বড় নদীগুলোর একটা।
তাহলে, সমন্বিতভাবে যখন বড় কৃতিত্বের দাবীদার হতে হয় তখন আমরা Very few, (comparative form+ than most other), (one of the +superlative form) use করব।
এরকম আরো কিছু উদাহরণ অনুশীলণের জন্য দেওয়া হল । নিয়মটি বুঝলে আপনি positive থেকে comparative/superlative, comparative থেকে positive/superlative এবং superlative থেকে positive/comparative সবই পারবেন। একটু Practice করেই দেখুন না!!!
উদাহরণে positive, comparative ও superlative তিন ধরণেরই sentence আছে। যেটা থাকবে তাকে অন্য দুই Type -এ Transform করুন।
1. Very few subjects are as easy as English.
2. Mango is one of the most delicious fruits.
3. Russia is bigger than most other countries in the world
4. Mominul is better than most other players.
5.  Very few restaurants are as expensive (ব্যয়বহুল) as this.
6. Lion is one of the most ferocious animals.
7. Very few animal are as useful as the cow.
8. Cheetah is faster than most other animals.
9. Milk is more nutritious than most other foods.
10. Eifel Tower is one of the tallest towers in the world.
 বাকী নিয়মটা পরের পোস্টে দেখি  ?
বুদ্ধিমানরা নিশ্চউ বুঝে গেছেন, যে সকল ক্ষেত্রে একক কৃতিত্ব বা আধিপত্য বিদ্যমান সেক্ষেত্রে আমরা ২য় নিয়মটা use করব।


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন জিরো টু ইনফিনিটি ,ব্যাপনবিজ্ঞান চিন্তায়। লেখকের এই সাইটের সব লেখা এখানে । প্রকাশিতব্য অনূদিত বই- কালের সংক্ষিপ্ততর ইতিহাস, যা বিজ্ঞান পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস