Advertisement

Tuesday, January 7, 2014

ইংরেজি Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (A-E)

পরের পাঠঃ  Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (F-J)
বিঃদ্রঃ এখানে যে অর্থগুলো দেওয়া হল, তা ছাড়াও আরও অর্থ থাকতে পারে।
A
Present Past Past Participle অর্থ
arise arose arisen জেগে উঠা, আবির্ভূত হওয়া
awake awakened / awoke awakened / awoken জাগা, জাগানো
B
backslide backslid backslidden / backslid মন্দ পথ বা পন্থায় লিপ হওয়া
be was, were been হওয়া
bear bore born / borne সহ্য করা, বহন করা, জন্ম দেওয়া
beat beat beaten / beat মারা, পরাজিত করা
become became become পরিণত হওয়া
begin began begun শুরু করা
bend bent bent বাঁকা করা
bet bet / betted [1] bet / betted [1] বাজি ধরা
bid (farewell) bid / bade bidden আমন্ত্রণ করা, আদেশ করা, আহ্বান জানানো
bid (offer amount) bid bid নিলামে দর ঘোষণা
bind bound bound বাঁধা, বাঁধাই করা
bite bit bitten কামড় দেওয়া
bleed bled bled রক্তপাত করা/হওয়া
blow blew blown প্রবাহিত হওয়া
break broke broken ভেঙে ফেলা, অমান্য করা
breed bred bred উৎপাদন করা
bring brought brought আনা
broadcast broadcast / broadcasted broadcast / broadcasted সম্প্রচার করা
browbeat browbeat browbeaten / browbeat শাসানো, চোখ রাঙানো
build built built নির্মাণ করা
burn burned / burnt [2] burned / burnt [?] পোড়ানো
burst burst burst ফেটে পড়া, উপচে পড়া
bust busted / bust busted / bust চূর্ণবিচূর্ণ করা
buy bought bought ক্রয় করা
C
cast cast cast নিক্ষেপ করা
catch caught caught ধরা
choose chose chosen বাছাই করা
cling clung clung লেগে থাকা
clothe clothed / clad [3] clothed / clad [3] পোশাক পরানো/জোগানো
come came come আসা
cost cost cost দাম হওয়া
creep crept crept চুপিসারে চলা, বেয়ে ওঠা
crossbreed crossbred crossbred সংকর প্রজাতি তৈরি করা
cut cut cut কেটে ফেলা
D
daydream daydreamed / daydreamt [3] daydreamed / daydreamt [3] দিবাস্বপ্ন দেখা
deal dealt dealt আচরণ করা, ব্যবসা করা
dig dug dug খনন করা
disprove disproved disproved / disproven ভুল প্রমাণ করা
dive (jump head-first) dove / dived dived মাথা নিচু করা উপর থেকে নেমে আসা
do did done করা
draw drew drawn টানা, আঁকা
dream dreamed / dreamt [3] dreamed / dreamt [3] স্বপ্ন দেখা
drink drank drunk পান করা
drive drove driven চালনা করা
dwell dwelt / dwelled [3] dwelt / dwelled [3] বাস করা
E
eat ate eaten খাওয়া 
http://www.englishpage.com/irregularverbs/irregularverbs.html
নোটঃ
১. বলা হয়ে থাকে Betted, quitted ও wetted  শব্দগুলো বৃটিশ রূপ। কিন্তু আমেরিকান ও ব্রিটিশ দুই ইংলিশেই এরা ব্যবহৃত হচ্ছে।
২. T- দিয়ে শেষ হওয়া Irregular বা Weak Verbs গুলো হল burnt, clapt, crept, dealt, dreamt, dwelt, felt, leant, leapt, learnt, meant, spelt, smelt, spilt, spoilt, stript, vext
৩. clad অর্থ পরিহিত। যেমন towel clad বা তোয়ালে পরিহিত।
পরের পাঠঃ  Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (F-J)


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন জিরো টু ইনফিনিটি ,ব্যাপনবিজ্ঞান চিন্তায়। লেখকের এই সাইটের সব লেখা এখানে । প্রকাশিতব্য অনূদিত বই- কালের সংক্ষিপ্ততর ইতিহাস, যা বিজ্ঞান পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস