It is high time বা It is time দুইভাবে ব্যবহার করা যায়। অবশ্যই It is এর বদলে আমরা informal ক্ষেত্রে It's বলতে পারি।
সূত্র
১। Grammaring
২। Grammaring
- It's (high) time + Past subjunctive
- It's (high) time + to/for + ...
প্রথমটির সাথেই আমরা বেশি পরিচিত। সহজে বোঝার জন্যে এখানে অবশ্য আমরা Past subjunctive না বলে Past indefinite tense বলি। তবে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। অবাস্তব বা অসম্ভব ঘটনার ক্ষেত্রে আমরা Past subjunctive ব্যবহার করি। Past indefinite এর সাথে পার্থক্য সাধারণত শুধু be verb ব্যবহারের সময়। Past subjunctive এর ক্ষেত্রে be এর form হবে were। ব্যবহার করা হয় subordinate clause এর সাথে।
It's high time এ যাবার আগে Past subjunctive এর কিছু উদাহরণ দেখা যাক।
- If I were you, I would apply right now. (তোমার জায়গায় আমি হলে এক্ষুণি আবেদন করতাম); বোঝাই যাচ্ছে, এটা অবাস্তব কথা। আমি তো আর 'তুমি' না।
- What would you do if you won the lottery? (লটারি জিতলে তুমি কী করতে?); কথা দ্বারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, খুব সম্ভব লটারি জেতা হবে না।
এবার দেখা যাক, It's high time কখন কীভাবে ব্যবহার করব।
IT'S (HIGH) TIME + Past subjunctive
কিছু একটা করা দরকার, কিন্তু কিছুটা দেরি হয়ে গেছে এমন ঘটনার ক্ষেত্রে।
- It's time you went to bed. You'll have to get up early tomorrow.
- It's high time I bought a new pair of jeans.
- It's time the government amended the constitution.
IT'S (HIGH) Time + to/for + ...
কিছু করার সময় এসে গেছে, কিন্তু এখনও দেরি হয়ে যায়নি এমন ক্ষেত্রে এটা ব্যবহার করব।
It's time (for you) to go to bed.
It's time to say goodbye.
It's time for breakfast.
সূত্র
১। Grammaring
২। Grammaring