Advertisement

Monday, January 26, 2015

Tense কী, কেন এবং বিভিন্ন Tense এর গঠন

অনেকে বলেন Tense হলো ইংরেজির অর্ধেক। আসলে ব্যাপারটি এমন নয়। কেউ আবার বলেন Tense শিখে ফেললেন তো ইংরেজি শিখে ফেললেন! -এটিও ঠিক নয়।
তবে এটি মোটেই অত্যুক্তি নয় যে Tense ভালোভাবে (১০০%, ভাসাভাসা হলে চলবে না) আয়ত্ব করা ছাড়া ইংরেজি শেখা যাবে না। অনেক প্রতিষ্ঠান (সাইফুরস, এফএম মেথড ইত্যাদি) বলে ইংরেজি শেখার জন্যে Tense এর ঝামেলায় যাবার দরকার নেই। অথচ তারাও বিকল্প হিসেবে বাক্য গঠনের যে রূপরেখা প্রদান করেন তাও সেই Tense ভিত্তিক জিনিস যা মোটেই ঝামেলামুক্ত নয়।
ইংরেজি শিখতে যাবার শুরুর দিকেই Tense একেবারে শক্তভাবে আয়ত্ব করতে হবে। তুমি নিশ্চয়ই পিরামিড দেখেছো।  পিরামিডের নিচের দিক প্রশস্ত আর উপরের দিকে ক্রমাগত সরু। উল্টোটা কি হতে পারত? মানে নিচের দিক সরু আর উপরের দিক মোটা? উত্তর হলো- না।

একইভাবে ইংরেজি শেখা যদি একটি পিরামিড হয় তাহলে টেন্স হলো তার ভিত্তি। এটা যত শক্ত হবে ইংরেজির উপর দখল তত মজবুত হবে। [যদি পরবর্তী টপিকগুলো মনোযোগ দিয়ে পড়া হয়]
যাক, এখন আমরা Tense বা ক্রিয়ার কাল সহজেই শিখে ফেলব, ইনশা’আল্লাহ।
Tense প্রধানত তিন প্রকার। ১.Present (বর্তমান) ,২. Past (অতীত) ,৩. Future (ভবিষ্যৎ)। প্রত্যেকেই আবার চার প্রকার।
1. Indefinite বা Simple, 2. Continuous, 3. Perfect, 4. Perfect Continuous
তুমি ইতোমধ্যে বহুবার পড়েছো এভাবে Tense মোট বার প্রকার।
সারণী: কোন Tense এ কোন Auxiliary Verb এবং Main Verb এর রূপ কেমন
[বি:দ্র: Pr=Present, F=Future Ind=Indefinite, Cont.=Continuous, Perf=Perfect,
 এবং V1=Present Form, V2=Past Form, V3=Past Participle Form]
Tense Auxiliary Verb Main Verb এর রূপ (Form)
Pr Ind - V1
Pr Cont. am/is/are V1+ing
Pr Perf have/has V3
Pr Perf. Cont. have been/has been V1+ing
Past Ind - V2
Past Cont. was/were V1+ing
Past Perf had V3
Past Perf. Cont. had been V1+ing
F Ind will V1
F Cont. will be V1+ing
F Perf. will have V3
F Perf. Cont. will have been V1+ing
সারণীটা ভালোমতো মাথায় রাখতে হবে। এই তালিকা অনুযায়ী বিভিন্ন Subject এর সাথে Auxiliary Verb ও Main Verb এর সমন্বয় ঘটিয়ে প্রচুর বাক্য বানানোর প্র্যাকটিস করতে হবে। শুধু Tense জেনেই কীভাবে বাক্য বানাতে হবে তার সহজ নিয়ম আমরা একটু পরই দেখব।
এখন এই সারণী সম্পর্কে কিছু কথা যা মাথায় রাখলে এটাকে মাথায় রাখা সহজ হয়ে যাবে।
*Pr Ind ও Past Ind Tense এ Auxiliary Verb নেই
* যেকোন Cont. Tense (Cont. এবং Perf. Cont. দুটোই) -এ মূল Verb এর Form হবে V1+ing
* যেকোন  Perf. Tense (শুধুই Perf. Perf. Cont বাদে) -এ মূল Verb এর Form হবে V3
*Pr Ind ও F Ind Tense -এ মূল Verb এর Form V1
*Past Ind Tense এ Main Verb এর Form V2
F এর ক্ষেত্রে আধুনিক নিয়মানুযায়ী শুধু will ব্যবহৃত হয়। Shall  এখন বিলুপ্ত।
একই টেন্সে একাধিক Auxiliary Verb এর ক্ষেত্রে কখন কোনটি হবে তা আমরা দেখব পরের পোস্টে, ইনশা’আল্লাহ।


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। বিশ্ব ডট কমের সম্পাদক ও প্রধান কন্ট্রিবিউটর। পাশাপাশি লিখছেন জিরো টু ইনফিনিটি ,ব্যাপনবিজ্ঞান চিন্তায়। লেখকের এই সাইটের সব লেখা এখানে । প্রকাশিতব্য অনূদিত বই- কালের সংক্ষিপ্ততর ইতিহাস, যা বিজ্ঞান পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
সোশ্যাল মিডিয়াঃ ফেসবুক। গুগল প্লাস